রাজ্যের প্রথম ‘সৃষ্টিশ্রী’ মেলা হতে চলেছে দুর্গাপুর হাটে
আমার কথা, দুর্গাপুর, ১২ জানুয়ারি:
মহিলাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবার রাজ্য সরকারের নতুন প্রকল্প সৃষ্টিশ্রী মেলা। রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তর ও আনন্দধারা প্রকল্পের তত্তাবধানে দুর্গাপুরে হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা। মূলত স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন, যেখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের কাজ অর্থাৎ হস্তশিল্পের সম্ভার তুলে ধরবেন।
দুর্গাপুরের সিটিসেন্টারে দুর্গাপুরে হাটে চলতি মাসে আগামী ১৯ তারিখে এই মেলার শুভারম্ভ হবে। মেলাটি চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত্য৷ আজ শুক্রবার দুর্গাপুর হাটে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক ঘোষণা করে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ণ ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানান, এই মেলাটিতে মূলত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগণা থেকে মোট ৬০ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হস্তশিল্পের সম্ভার নিয়ে হাজির থাকবেন।হাটের মধ্যে যে দুটি প্যাভিলিয়ন রয়েছে সেই দুটিতে এই সম্ভারের পসরা সাজানো হবে। এছাড়াও স্থানীয় হস্তশিল্পীরাও এই মেলায় অংশ নেবেন। তবে শুধু হস্তশিল্পের মেলা নয়, এই মেলাকে আরো আকর্ষনীয় করে তুলতে থাকবে বাউল, লোকসঙ্গীত সহ ব্যান্ডের গান দিয়ে সাজানো হবে এই মেলাকে।
এদিনের সাংবাদিক বৈঠকে আরো উপস্থিত ছিলেন তারা হলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি(দুর্গাপুর) তথাগত পান্ডে সহ আরো অনেকে।