খনি এলাকায় ভোট প্রচারে তারকা সাংসদ
আমার কথা, পান্ডবেশ্বর, ৩০ জুন:
শুক্রবার বহুলা গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এদিন রোড শো- এর সূচনা হয় স্থানীয় পদ্মাবতী থান মোড় থেকে।
আগামী ৮ তারিখ পঞ্চায়েত ভোট। প্রার্থীদের সমর্থনে প্রচারে তৎপর শাসকবিরোধী সব রাজনৈতিক দল। প্রার্থীদের সমর্থনে শুক্রবার বহুলা পঞ্চায়েত এলাকায় রোড শো করলো তৃণমূল কংগ্রেস। রোড শো-তে উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। পদ্মাবতী থান মোড় থেকে হুটখোলা গাড়িতে চড়ে শতাব্দী রায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। তারকা সাংসদের সাথে রোড শো-তে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির প্রার্থীরা ছাড়াও জেলা পরিষদের প্রার্থী অনুভব চক্রবর্তী পরাশকোল, বহুলা গ্রাম, বাজার, সি,এল জামবাদ সহ গোটা পঞ্চায়েত এলাকায় ঘুরেন শতাব্দী রায় ও তৃণমূল প্রার্থী, কর্মী ও সমর্থকরা। বিভিন্ন জায়গায় তারকা সাংসদকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন এলাকার বাসিন্দারা।