অস্থায়ী শ্রমিকদের স্বার্থে দুর্গাপুরে বৈঠকে রাজ্য নেতৃত্ব
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩ জুলাইঃ
পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চলের অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা সহ সমস্যার সমাধান করতে রবিবার শিল্পপতিদের নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব ও মন্ত্রী সহ জেলা নেতৃত্ব দুর্গাপরে একটি বৈঠক করেন। সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব ঋতব্রত ব্যানার্জী,জেলা শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক,মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, শ্রমিক নেতা দীপঙ্কর লাহা সহ লেবার কমিশনারের আধিকারিকরা।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী তিনদশকের মধ্যে সর্বোচ্চ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রতিটি শ্রমিক যাতে পে স্লিপ পান আজকের মিটিংয়ে সেই বিষয়ে আলোচনা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা সহ সমস্ত কিছু আলোচনা হয়েছে। ধারাবাহিক ভাবে এই আলোচনা চলছে,গত দু মাস আগেও হয়েছিল। এটা চলতে থাকবে। ধারাবাহিক আলোচনা হলে অনেক সমস্যার সমাধান হয়। পিএফ, ইএসআই নিয়েও একাধিক আলোচনা হয়েছে শিল্পপতিদের সাথে।।