পুজোর রাতে সিঁধ কেটে দোকানে চুরি
admin
October 25, 2023
আমার কথা, অন্ডাল, ২৫ অক্টোবর:
মঙ্গলবার দশমীর রাতে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির বহুলা মতি বাজারে একটি মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটে। আজ বুধবার সকালে দোকান খোলার সময় চুরির বিষয়টি নজরে আসে দোকানদারের। দোকান মালিক প্রদীপ আগরওয়াল জানান ছাদে সিঁধ কেটে দুষ্কৃতীরা ঢোকে দোকানের ভিতর। বেশ কিছু নগদ টাকা চুরি গেছে বলে দাবি করেন প্রদীপবাবু। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ।