চুরি যাওয়া গাড়ির ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ৩ দুষ্কৃতি
আমার কথা, লাউদোহা, ১৩ ডিসেম্বর:
চুরির ব্যাটারি উদ্ধার করল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন দুষ্কৃতিকে। জিজ্ঞাসাবাদ এর জন্য তাদের হেফাজতে নিয়েছে পুলিশ। লাউদোহা থানার ঘটনা।
সাম্প্রতিককালে দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানার বেশ কয়েকটি জায়গায় টোটো সহ অন্যান্য গাড়ির ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। ইছাপুর পঞ্চায়েত এলাকার থেকে সম্প্রতি চারটি গাড়ির ব্যাটারি চুরি হয়। নির্দিষ্ট অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকায় বাড়ানো হয় নজরদারি। সক্রিয়তার কারণে অবশেষে সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার শেখ রফিক, শেখ কালাম, শেখ ইসরাইল নামে ৩ দুষ্কৃতি ধরা পড়ে পুলিশের জালে। উদ্ধার হয় চুরি যাওয়া চারটি ব্যাটারি। চুরির করার কথা দুষ্কৃতীরা শিকার করে বলে দাবি পুলিশের । ব্যাটারি চুরির চক্রে আর কারা জড়িত তা জানতে দুষ্কৃতীদের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।