পালস পোলিওর দিনেও অব্যাহত আশাকর্মীদের কর্মবিরতি, কারা খাওয়ালো এই পোলিও
আমার কথা, কাঁকসা, ৩ মার্চ:
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে চলতি মাসের ১তারিখ থেকে শুরু হয়েছে আশা কর্মীদের কর্মবিরতি
সেই মত রবিবার পালস পোলিও টিকাকরনের কাজ বন্ধ রাখেন আশা কর্মীরা।
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রবিবার দুপুর ১২টা নাগাদ কর্ম বিরতির ডাক দিয়ে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান কাঁকসা ব্লকের আশা কর্মীরা। তাদের দাবি রাজ্য ও কেন্দ্র কেউ তাদের কথা ভাবছে না। বহু বছর ধরে তারা অল্প বেতনে কাজ করে চলেছেন। শিশুর জন্ম থেকে শুরু করে শিশুকে পোলিও খাওয়ানো সবই তাদের করতে হয়। কিন্তু তাদের বেতন আর বাড়ে না। অল্প বেতনে তাদের সংসার চলে না ঠিক মত। তাই বেতন বৃদ্ধি না হলে তাদের আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা।
অন্যদিকে রবিবার শিশুদের পালস পোলিও খাওয়ানো হলেও যারা এদিন শিশুদের পালস পোলিও খাওয়ায় তারা কোনো রকম প্রশিক্ষণ না নিয়েই পালস পোলিও খাইয়েছেন বলে দাবি আশা কর্মীদের। তাই প্রশ্ন উঠছে যারা শিশুদের পোলিও খাওয়ালেন তারা শিশুদের কি সঠিকভাবে পোলিও খাওয়ালেন নাকি নাম রাখা করতেই রবিবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই কর্মসূচি।