মায়ের বকুনি খেয়ে দুর্গাপুরে আত্মঘাতী ছাত্র

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯ সেপ্টেম্বরঃ
মায়ের বকুনির জেরে দুর্গাপুরে আত্মঘাতী এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতি এলাকার ১৪নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে রাস রাউৎ(১৬) মোবাইলে অনলাইনে গেম খেলছিলো।সেই সময় তার মা তাকে বকাবকি করে।
মায়ের বকুনির পরেই রাস রাউৎ নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় বলে অভিযোগ।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রবিবার মৃত রাস রাউৎ এর মৃতদেহ ময়না তদন্ত হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
জানা গেছে রাস রাউৎ একটি বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতো। তার বাবা সঞ্জয় রাউৎ পেশায় লরি চালক।
নিত্যদিন মোবাইলে অনলাইনে গেম খেলার নেশায় মগ্ন থাকতো রাস।
শনিবারও সে মোবাইলে গেম খেলছিলো। তাকে মোবাইল নিয়ে বসে থাকতে দেখে তার মা তাকে বকাবকি করে। তার পরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।