বর্ধিত ফি নিয়ে লাগাতার আন্দোলনে এবার পথ অবরোধ দুর্গাপুর ওমেনস কলেজের ছাত্রীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১জুলাইঃ
তৃতীয় দিনে পড়ল দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের বিক্ষোভ। ওই কলেজের সেমিস্টার ও পরীক্ষার বর্ধিত ফি কমানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়েও কোনো ফল না মেলায় আজ বুধবার কলেজের সামনে পথ অবরোধ করেন ওই কলেজের পড়ুয়ারা। যদিও পরে পুলিশী হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।
অভিযোগ, একদিকে যখন এই পেন্ডামিক অবস্থায় অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন সেখানে ওই কলেজে অন্যান্য কলেজের তুলনায় পরীক্ষার ফি অনেক বেশি নেওয়া হচ্ছে। দুর্গাপুরের অন্যান্য কলেজে ৬০০-৮০০টাকার মধ্যে রাখা হয়েছে সেখানে এই কলেজের ফি ২৩৭০টাকা করা হয়েছে যা অনেক ছাত্রীদের পক্ষে দেওয়া খুবই অসুবিধাজনক বলে অভিযোগ। সাথে তাদের আর অভিযোগ, বিষয়টি নিয়ে যখন মুখ্যমন্ত্রী সহমর্মিতার সাথে দেখার আবেদন জানিয়েছেন রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলিকে সেখানে এই কলেজের কর্তৃপক্ষ ছাত্রীদের কথায়ন কর্ণপাতও করছেন না বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে ওই কলেজের ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। গতকাল তাঁরা প্রতিবাদ স্বরূপ কলেজের গেটে তালা লাগিয়ে দে। যদিও পরে কর্তৃপক্ষ সেই তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দেয়। এরপর ফের আজ ওই কলেজের ছাত্রীরা সেই তালা ভেঙ্গে আবার অন্য তালা লাগিয়ে দিয়ে কলেজের সামনে পথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ হঠিয়ে দেয়।
এদিকে তিনদিন ধরে ছাত্রীদের এই লাগাতার আন্দোলন নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলেজ কর্তৃপক্ষের তরফে।