দুর্গাপুরের সমস্ত মুদিখানাকে এবার অত্যাবশ্যকীয় তালিকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত মহকুমা প্রশাসনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮জুলাইঃ
দুর্গাপুরে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমন এড়াতে রীতিমতো কালঘাম ছুটছে প্রশাসনের। কখনও নিয়ম করে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বাজার হাটের সময়সীমা বেধে দেওয়া হচ্ছে তো আবার কোথাও পুলিশ প্রশাসন পথে নেমে মাস্ক বিহীন মানুষজনকে কড়াভাবে সমঝে দিচ্ছে আইনের দিকটা। তবে প্রশাসন কড়াভাবে করোনা মোকাবিলা করলেও দুর্গাপুরের বাসিন্দাদের সুবিধা অসুবিধার দিকটাও তাদের মাথায় রেখে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। যেমন সাধারন মানুষের সুরক্ষার বিষয়টি ভেবেই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে চলতি মাসের ২০ তারিখ থেকে বাজার হাট বা নিত্য সামগ্রীর দোকানপাটের ক্ষেত্রে সময়সীমা নির্ধারন করে দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য বাদে বাকি সমস্য কিছুর ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছিল সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত্য। এবার সেই সময়সীমার ক্ষেত্রে আরো কিছুটা ছাড় দেওয়া হল মহকুমা প্রশাসনের তরফে। আজ মঙ্গলবার ২৮জুলাই থেকে এবার বাজার হাট থেকে শুরু করে দোকানপাট খুলে রাখার সময় আরো এক ঘন্টা বাড়িয়ে দিয়ে তা ১টার বদলে করে ২টো পর্যন্ত্য খুলে রাখার অনুমতি দেওয়া হল। তবে এক্ষেত্রে আরো যে বিষয়টির উপর শর্ত আরোপ করা হল তা হল এতদিন মুদিখানার দোকানকে অত্যাবশ্যকীয় পণ্যের দোকানের আওতায় গণ্য করে তা সব সময় খুলে রাখার যে ছাড় দেওয়া হয়েছিল অনিবার্য কারনবশতঃ সেই ছাড় তুলে নিয়ে এক্ষেত্রেও ৮-২ টোর আওতায় আনা হল।
এছাড়াও দুর্গাপুরের শপিং মলগুলির ক্ষেত্রে সময়সীমা নির্ধারিত হয়েছে বেলা ১২টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত্য। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত্য এই নিয়ম মেনেই চলতে হবে ব্যবসায়ী, দোকানদার ও শহরের বাসিন্দাদের বলে জানানো হয় মহকুমা প্রশাসনের তরফে।
তবে দুর্গাপুরে করোনার সংক্রমন বেড়েই চলেছে এমতবস্থায় কেন মহকুমা প্রশাসন দোকানপাট খুলে রাখার ক্ষেত্রে সময় আরো এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হল সে বিষয় মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে। দুর্গাপুরের অধিকাংশ দোকানদাররা জানান যে ৮-১টা পর্যন্ত্য এই সময়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বিক্রিবাট্টার তাল মেলানো সম্ভব হচ্ছে না। তাই তাঁরা অনুরোধ জানান যে বেলা ১টার বদলে সেই সময় বাড়িয়ে যদি তা ৩টে পর্যন্ত্য করে দেওয়া হয় সেক্ষেত্রে খুব সুবিধা হয়। তাই সব দিক বিবেচনা করে সেই সময় ৩টে পর্যন্ত্য না করে তা আরো এক ঘণ্টা অর্থাৎ বেলা ২টো পর্যন্ত্য খুলে রাখার অনুমতি দেওয়া হল।