লকগেট ঘিরে তৈরী হওয়া আতঙ্কের অবসান, দুর্গাপুরবাসীকে আস্বস্ত করল মহকুমা প্রশাসন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭নভেম্বরঃ
৩০নং ও ৩১নং লকগেট দিয়ে জল বের হওয়ার ঘটনায় যে আতঙ্ক ছড়িয়েছিল শহর দুর্গাপুর জুড়ে সেই আতঙ্কের অবসান ঘটল। দুর্গাপুর মহকুমা প্রশাসন সুত্রে জানা গেছে, দুপুর থেকে শহরে দুর্গাপুর ব্যারেজের লকগে্টে ফের বিপর্যয় ঘনিয়ে আসছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেটা সম্পূর্ণ ভুয়ো। যেটুকু সমস্যা দেখা গিয়েছিল তা খুবই সামান্য, আর তা সম্পূর্ণ ঠিক করে দেওয়া হয়েছে বলে সেচ দপ্তরের পক্ষ থেকে মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে। তাই এই বিষয়টি নিয়ে শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদনও করা হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, তাঁকে সেচ দপ্তরের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার (Executive engineer) জানিয়েছেন যে আজ দুপুর থেকে দুর্গাপুর ব্যারেজের ৩০নং লকগেট দিয়ে যে জল বেরোনোর সমস্যা হয়েছিল সেটির সমাধান হয়ে গেছে। এছাড়াও বাকি ৩১নং লকগেট দিয়ে যেটুকু সামান্য জল বের হচ্ছে সেটা স্বাভাবিক। কারন যে কোনো বড় মেরামতির পর এরকম সামান্য জল বের হয় তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। এছাড়াও সেচ দপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, শহরের জলের যে সমস্যা তৈরী হয়েছিল সেই সমস্যাও খুব তাড়াতাড়ি মিটে যাবে।