দুর্গাপুরকে করোনা মুক্ত রাখতে মহকুমা প্রশাসনের ‘স্পেশাল ড্রাইভ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৪এপ্রিলঃ
পশ্চিম বর্ধমান জেলা জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শুক্রবার একটি ‘স্পেশাল ড্রাইভ’ এর ব্যবস্থা করা হয়। এই ড্রাইভের আওতায় আসানসোল পুরসভা, দুর্গাপুর পুরসভার আওতায় যে সমস্ত বাজার হাট থেকে শুরু করে বিভিন্ন সরকারী অফিস ব্যাংক অর্থাৎ যেখানে একাধিক মানুষজনের আনাগোনা রয়েছে, সেই সমস্ত জায়গা জীবানুমুক্তকরনের জন্য এদিন উদ্যোগ নেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে একদিনের এই স্পেশাল ড্রাইভের আওতায় দুর্গাপুর শিল্পাঞ্চলকে আনা হলেও তা করোনা মোকাবিলার ক্ষেত্রে যথেষ্ট নয় এই উপলব্ধি থেকে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যতদিন না পর্যন্ত্য পরিবেশ করোনা মুক্ত হচ্ছে ততদিন যাবত এই জীবানুমুক্তকরনের কাজ চলতে থাকবে বলে জানান মহকুমা শাসক অনির্বাণ কোলে।
তাই কর্মসূচী অনুযায়ী আজ থেকে দুর্গাপুরের বিভিন্ন জায়গা যেমন বড় বড় বাজার এলাকা, হাসপাতাল, সরকারী বিভিন্ন দপ্তর, রেশন দোকান, ব্যাংক সহ সেই সমস্ত স্কুল যেখানে মিড ডে মিলের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই সমস্ত জায়গা যেখানে লোক সমাগম বেশী হয়, সেখানে মূলতঃ এই জীবানুমুক্ত করার কাজ শুরু করা হল। এই কাজের জন্য দুর্গাপুর দমকল বিভাগ থেকে দুটি ইঞ্জিন, সি এম ই আর আই থেকে জীবানুমুক্ত করার ট্রাক্টর নেওয়া হয়েছে। সাথে প্রতিটি ওয়ার্ডে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে যে দুটি করে দল তৈরী করে দেওয়া হয়েছে যাদের হাতযন্ত্র দেওয়া হয়েছে জীবানুমুক্ত ওষুধ স্প্রে করার জন্য। পাশাপাশি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষজনের মধ্যে স্যানিটাইজার, মাস্ক বিতরন করার পাশাপাশি কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমন এড়ানো সম্ভব তা নিয়েও সচেতন করা হচ্ছে বলেও মহকুমা প্রশাসন সুত্রে জানা গেছে।
মহকুমা শাসক অনির্বাণ কোলে বলেন যে, “আমরা যেভাবে পরিকল্পিত কর্মসূচী নিয়ে কাজ শুরু করেছি তা শুধু একদিনের জন্য নয়। এই কর্মসূচী লাগাতার চলবে যতদিন না আমাদের পরিবেশ সম্পূর্ণ করোনার প্রকোপ থেকে মুক্ত হচ্ছে। আমরা আশাবাদী যে এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই আমরা সফল হবো।”