পুজোর উদ্বোধনে এসে দুর্গাপুরে কালো পতাকা দেখলেন শুভেন্দু
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১ অক্টোবরঃ
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে কালো পতাকা দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও কালো পতাকা দেখানোর বিষয়টিকে একদমই গুরুত্ব দিতে চাননি এই বিজেপি নেতা। তিনি বলেন এরা তো সামান্য কর্মচারী, আমি এই কর্মচারীদের মালকিনকে হারিয়েছি। তাই এসব কালো পতাকা টতাকা দেখানোকে আমি ভয় পাই না।
সোমবার দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ডের অন্তর্গত সঞ্জীব সরণীতে একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসার পথে দুর্গাপুর ব্যারেজের কাছে কয়েকজন যুবক শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর সাথে সাথে তাঁর বিরুদ্ধে “চোর” “চোর” শ্লোগান দিতে থাকে। তিনি বিষয়টি উড়িয়ে দিয়ে আরো বলেন যে, এবার পঞ্চায়েত ভোটে জনগণই অস্ত্র। তারাই রিগিং রুখবে প্রতিরোধ করবেন। যা আসানসোল লোকসভা উপ নির্বাচন লোক বারাবনি, পাণ্ডবেশ্বর ও জামুড়িয়ায় দেখেছে।” এরপর কালো পতাকা দেখানো যুবকদের ‘ইঁদুর’ – এর সঙ্গে তুলনা করে তিনি ফের বলেন,” আমাকে কেউ কালো পতাকা দেখায়নি। ওই চারটে লোক তাকে চল্লিশটা পুলিশ ঘিরে রেখেছে। সাহস আছে নাকি সামনে আসার। ওই সব চুহাদের সাহস আছে নাকি। ওই কেষ্ট গেছে ওদের বাপ গেছে। এবার নরেন আর হরেরামের ব্যাটা যাবে।” কালো পতাকা দেখানো নিয়ে সরাসরি কারোর নাম না করলেও ইঙ্গিত ছিল শাসকদলের বিরুদ্ধেই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দেন।