আসানসোল কেন্দ্রে প্রথম মনোনয়নপত্র জমা করলেন এস.ইউ.সি.আই প্রার্থী
আমার কথা, আসানসোল, ১৯ এপ্রিলঃ
বৃহস্পতিবার অর্থাৎ ১৮ এপ্রিল থেকে আসানসোল লোকসভা কেন্দ্রে শুরু হল মনোনয়ন প্রক্রিয়া। যদিও প্রথমদিন কোনো মনোনয়নপত্র জমা পড়েনি বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে। তবে এদিন তিনটি ডিসিআর কাটা হয়েছিল। দুজন নির্দল ও একজন বিএসপি প্রার্থী হিসেবে ডিসিআর কেটেছিলেন। তবে পরেরদিন অর্থাৎ শুক্রবার মনোনয়নপত্র জমা করলেন এস ইউ সি আই প্রার্থী অমর চৌধুরী।
এদিন জেলাশাসকের দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা করেন এস ইউ সি আই প্রার্থী চৌধুরী। সারা দেশে মোট ১৫১টি কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করছে এসইউসিআই। অমর চৌধুরী বলেন, “বিজেপি তৃণমূল কংগ্রেস নানা সময়ে রাজ্যে বা কেন্দ্রে সরকার পরিচালনা করেছে। আজকে মানুষের যে সমস্যা তার জন্য পুঁজিবাদীই দায়ী আর এগুলিকে যত্ন করে এইসব দলগুলি। তাই সাধারন মানুষের কন্ঠস্বর ধ্বনিত করার জন্যই আমরা সারা দেশ জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”
প্রসঙ্গতঃ শুক্রবার ১৯ এপ্রিল থেকে সারা দেশ জুড়ে শুরু হল ১৮তম লোকসভা নির্বাচন। চতুর্থ দফার নিবাচন হবে ১৩ই মে আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব সহ পশ্চিমবাংলার মোট ৮টি কেন্দ্রে। গতকাল থেকে শুরু হয়েছে এই সব কেন্দ্রে মনোনয়ন জমা করার প্রক্রিয়া। চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত্য, আর মনোনয়ন প্রত্যাহারের দিন ২৯ এপ্রিল।
সুত্র মারফত জানা গিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৩ এপ্রিল মনোনয়ন জমা করবেন আসানসোল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া।