প্রথমে হাতে ব্লেড চালিয়ে তারপর জলে ঝাঁপ দিয়ে দুর্গাপুরে আত্মঘাতী যুবক
আমার কথা, দুর্গাপুর, ১৩ সেপ্টেম্বর:
দুর্গাপুরের ধোবিঘাট এলাকায় আজ সকাল ১০ টা নাগাদ জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বছর ৩০’র মৃত যুবকের নাম কৃষ্ণ মন্ডল। তাঁর বাড়ি ওই এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস আসে। পুলিস স্থানীয়দের সহযোগিতায় পুকুরের জল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে।
মৃতের পরিবারের লোকজন জানিয়েছেন, কৃষ্ণ এদিন সকালে ঘর থেকে বেড়িয়ে এলাকার একটি ফাঁকা মাঠে গিয়ে নিজের হাত ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার পরে সেখানেই একটি পুকুরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
তাঁর স্ত্রী রেখা মন্ডলের দাবি, বাড়িতে এদিন কোনও অশান্তি হয়নি। পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।