“খেলা হবে” দিবসে দুর্গাপুরের চমক
admin
August 16, 2022
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬ আগস্টঃ
রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালিত হল মঙ্গলবার। এই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল। দুর্গাপুর নগর নিগমের ৬ নং ওয়ার্ডে একটু অন্যভাবে খেলা হবে দিবস উদযাপিত হল। এলাকার গৃহবধূদের ও কচিকাঁচাদের নিয়ে করা হয় লুডো টুর্নামেন্ট। ৮ থেকে ৮০ সকলের মধ্যে চরম উৎসাহ দেখা যায় এই খেলা হবেকে ঘিরে। খেলা দেখার জন্য এলাকার বহু মানুষের উপস্থিত হন। চরম উৎসাহ উদ্দীপনার সাথে এই লুডো টুর্নামেন্টের মাধ্যমে পালিত হয় খেলা হবে দিবস।