বলবিন্দর ইস্যুতে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে আসানসোলের পুলিশ কমিশনারের দপ্তর ঘেরাও
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১২অক্টোবরঃ
বিজেপির নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আর এই ঘটনা শিখ ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগকে আঘাত করেছে, এই অভিযোগ এনে পুলিশের প্রতিবাদে আসানসোলে পুলিশ কমিসনারেটের দপ্তর ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন আসানসোলের গুরুদ্বয়ারা প্রবন্ধন কমিটি। আজ অর্থাৎ সোমবার শিখ সম্প্রদায়ের বহু পুরুষ ও মহিলা এই প্রপ্তিবাদে সামিল হন। ঘেরাও শেষে তাঁরা পুলিশ কমিশনারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।
গুরুদ্বয়ারা প্রবন্ধন কমিটির সম্পাদক তেজেন্দ্র সিং বলেন, “পুলিশ তার পাগড়ি খুলে আমাদের ধর্মীয় ভাবাবেগকে অপমান করেছে। অবিলম্বে দোষী পুলিশদের শাস্তি দিতে হবে । আমরা ইতিমধ্যেই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করি ৷ উনি আশ্বাস দিয়েছেন যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে । তাছাড়াও মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার বিষয়টিতে দুঃখ প্রকাশ করেছেন।”