মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে ছেলে ধরা সন্দেহ! তুলে দেওয়া হল পুলিশের হাতে
আমার কথা, অন্ডাল, ২ জুলাই:
ছেলে ধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। মঙ্গলবার সিদুলি এলাকার ঘটনা। আটক ব্যক্তির নাম বুদ্ধদেব পাকড়ে। লাউদোহা থানার ইচ্ছাপুরের বাসিন্দা।
মঙ্গলবার সকালে অন্ডাল থানার খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি এলাকাতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় এক বছর ৩০ এর এক ব্যক্তিকে। ওই ব্যক্তির চালচলন দেখে ছেলে ধরা বলে সন্দেহ হয় স্থানীয়দের। নাম পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তির কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করেন তারা। এরকম সময় ওই ব্যক্তিটি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের ছেলে ধরা সন্দেহ আরও প্রবল হয়। বেশ কয়েকজন স্থানীয় ধাওয়া করে ওই ব্যক্তিকে ফের ধরে আটক করে রাখেন। খবর দেওয়া হয় বনবহাল ফাঁড়ির পুলিশকে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে জানা যায় ওই ব্যক্তির নাম বুদ্ধদেব পাকড়ে। লাউদোহা থানার ইছাপুরের বাসিন্দা। খবর দেওয়া হয় তার আত্মীয়দের। বুদ্ধদেব বাবুর বৌদি অনুভা পাকড়ে প্রতিবেশী অলক গাঙ্গুলীরা জানান বুদ্ধদেব দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে। সোমবার একইভাবে সে বাড়ি ছেড়ে পালায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরলে বুদ্ধদেবের নিখোঁজের কথা মৌখিকভাবে জানানো হয় স্থানীয় থানাতে। বুদ্ধদেব বাবুর সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।