ব্রেনস্ট্রোকে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য স্বামীর হাতে তুলে দেওয়া হল স্বাস্থ্যসাথী কার্ড
আমার কথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ২০ফেব্রুয়ারীঃ
স্বাস্থ্য সাথীর কার্ডে চিকিৎসা শুরু হলো বুদবুদের রণডিহার বৃদ্ধার। আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রণডিহার বাসিন্দা ভারতি কলসি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তার অস্ত্রপচারের প্রয়োজন, খরচ প্রায় লক্ষাধিক টাকা। কিন্তু রণডিহার বাসিন্দা ভোলানাথ কলসির আর্থিক অবস্থা তেমন না হওয়ায় কিভাবে অস্ত্রপচারের জন্য টাকা কিভাবে জোগাড় করবেন তাই নিয়েই দুশ্চিন্তায় কাটছিল তাঁর। স্ত্রীর নামে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করা হয়েছিল দুয়ারে সরকারে আগেই। বুদবুদের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক ভট্টাচার্য্যের সাথে কথা বলেন এবং জানান তার স্ত্রীর শারীরিক অবস্থার কথা।
পঞ্চায়েত প্রধান তাকে স্বাস্থ্যসাথীর আবেদনের স্লিপ নিয়ে দেখা করতে বলেন। এরপরেই পঞ্চায়েত প্রধানের উদ্যোগে দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেওয়া হয় তার। শনিবার ভোলানাথ কলসির হাতে তুলে দেওয়া হয় স্বাস্থ্যসাথীর কার্ড, খুশি ভোলানাথ বাবু।
তাঁর স্ত্রীকে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করানোর সুযোগ পাওয়ার জন্য।