দুটি কিডনিই বিকল, ব্যয়বহুল চিকিৎসায় অপারগ দুর্গাপুরে রোগীর হাতে ২৪ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৬জানুয়ারীঃ
দিন দরিদ্র মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। দুর্ঘটনা কবলিত মানুষের জন্য এবং জরুরি ভিত্তিক রোগীর জন্য মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আর তার মধ্যেই মিলছে ‘স্বাস্থ্যসাথী’র সুবিধা। ‘স্বাস্থ্যসাথী’ যেন শেষ মুহূর্তের সাথী। এরকমই ঘটনার সাক্ষী হয়ে রইলেন কাঁকসার বাসিন্দারা।
একটি বেসরকারি মাধ্যম বিদ্যালয়ে সামান্য কেরানির কাজ করেন কাঁকসার দার্জিলিং মোড়ের বাসিন্দা চুমোন দত্ত। হটাৎ তার দুটি কিডনি বিকল হয়ে পড়ে, চিকিৎসা করাতে বহু টাকা খরচ। চিকিৎসা করাতে দুশ্চিন্তার কালো মেঘ নেমে আসে মাথায় চুমোন দত্তের পরিবারের। ওই এলাকার তৃণমূলের এক কর্মী প্রসেনজিৎ ঘোষ চুমোনবাবুর সমস্যার কথা কাঁকসার বিডিওকে জানান। কাঁকসা বিডিও সুদীপ্ত ভট্টাচার্য ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে সেই কার্ড তাঁর বাড়িতে পৌছে দেন । সেই স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে চুমোন দত্ত চিকিৎসা পাচ্ছে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে।
চুমোন দত্তর বোন জানান কাঁকসার বিডিও সুদীপ্ত বাবু ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড করে দেন। সাস্থ্যসাথী কার্ড না পেলে দাদার চিকিৎসা করাতে পারতেন না বলে জানান তিনি।
তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সকল মানুষই পাচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড। বিপদে পড়লে যাতে করে তড়িঘড়ি স্বাস্থ্য সাথী কার্ড হাতে পায় সেই ব্যবস্থাও তাঁরা করছেন বলে জানান প্রসেনজিৎবাবু।