বেলা ৩টে পর্যন্ত্য পঃ বর্ধমান জেলার ভোটের হার-দেখে নিন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৬এপ্রিলঃ
রাজ্যে চলছে সপ্তম দফার ভোট। এই দফায় পশ্চিম বর্ধমান জেলাতেও চলছে নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয় ভোট। প্রচন্ড গরমকে উপেক্ষা করে বিভিন্ন উথে ভোটারদের লম্বা লাইন পড়তে দেখা যায়। রাজ্য পুলিশের সাথে কেন্দ্রীয় বাহনীর টহলদারিও চলতে দেখা যায়।
বেলা ৩টা পর্যন্ত্য পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রে ভোটদানের হার মোট ৬৩.৬২%
কেন্দ্র অনুযায়ী ভোটের হার
দুর্গাপুর পশ্চিম- ৬২.৯৬%
দুর্গাপুর পূর্ব-৬৪.৫৪%
পান্ডবেশ্বর-৬২.০০%
রানীগঞ্জ-৬৩.১%
জামুড়িয়া-৬৩.৬২%
আসানসোল দক্ষিণ- ৬১.৭৫%
আসানসোল উত্তর-৬০.৫২%
বারাবনি-৬৪.০১%
কুলটি-৫৯.৬৭%