মমতা বন্দোপাধ্যায়ের সিদ্ধান্ত রাজ্যের লক্ষ লক্ষ পরিবারকে সহায়তা করবে: তাপস
আমার কথা, রানীগঞ্জ, ৪ ফেব্রুয়ারী:
একশ দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র, এই অভিযোগ তুলে কলকাতার রেড রোডে ধর্ণায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই ধর্ণা প্রসঙ্গে রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন, “বাংলার ২১ লক্ষ শ্রমিক যাদের ন্যায্য টাকা কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে আটকে রেখে দিয়েছিলেন আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে সেই বকেয়া টাকা আগামী ২১শে ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেবেন। এর আগে এই উদাহরণ কোনো রাজ্য করে দেখাতে পারেনি। এর থেকে প্রমাণিত যে বিজেপির যে নোংরা রাজনীতি, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ছে এবং আগামী দিনে লড়বে। টাকা বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করা যাবে না এবং তার মুখকে বন্ধ করা যাবে না।”
তিনি আরো বলেন, “আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিলেন তার জন্য বাংলার মানুষ উচ্ছ্বসিত এবং গর্বিত। যিনি বাংলার মানুষের জন্য চিন্তা করেন তাদের জন্য কথা বলেন তার একটাই এজেন্ডা পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভাল থাকতে পারে। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরে চলবে বাংলাকে বঞ্চিত, বদনাম করার বিরুদ্ধে চলবে। স্বাধীনতার সময় যেমন বাংলা পথ দেখিয়ে ছিল ঠিক তেমনি এইবার এই কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাবেন।”
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন ঘোষণার পরে, রাজ্য একশ দিনের কাজের প্রকল্পের কর্মীরা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েছে এবং গত তিন বছর ধরে মোদী সরকার তাদের ন্যায্য পাওনা আটকে রাখায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পশ্চিমবঙ্গ সরকার একশ দিনের কাজে যুক্ত এরকম ২১ লক্ষ শ্রমিকদের অর্থ প্রদান করবে, যারা এই প্রকল্পের অধীনে কাজ করেছিল কিন্তু এখনও কেন্দ্র থেকে তাদের মজুরি পায়নি, ২১ ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের অর্থ পেয়ে যাবেন। এদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা এবং তাদের অন্যান্য সংগঠন তাদের আন্দোলন অব্যাহত রাখবে বাংলা বিরোধী বিজেপি। রাজ্যের ন্যায্য অধিকার মুক্তি না দেওয়া পর্যন্ত জনগণের অধিকারের লড়াই হিসাবে কলকাতার রেড রোডে বিক্ষোভ চলবে।