ছাত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার শিক্ষক
আমার কথা, দুর্গাপুর, ১৩ আগস্ট:
কোচিং সেন্টারের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিগ্রহের ঘটনায় গ্রেফতার হলেন অভিযুক্ত শিক্ষক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সেপকো এলাকায়। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে।
সেপকো এলাকায় দীর্ঘদিন ধরে একটি কোচিং সেন্টার চালাচ্ছেম শুভময় সেন নামে এক শিক্ষক। সেখানে সপ্তম শ্রেণীর এক ছাত্রী টিউশন পড়তে আসে। সেই ছাত্রী ও তার পরিবারের অভিযোগ,শুভময়বাবু ওই ছাত্রীকে শারীরিকভাবে নিগ্রহ করেন। বি-জোন ফাঁড়িতে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ছাত্রীর পরিবারের তরফে। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে নাগার্জুনে শিক্ষকের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে আজ আদালতে পেশ করে।