সম কাজে সম বেতনের দাবিতে অনড় দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীরা
আমার কথা, দুর্গাপুর, ৩১ জুলাই:
৪৩টি ওয়ার্ডেই পরিষেবা বন্ধ করে সাফাই কর্মীদের সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থান আজ অর্থাৎ বুধবার তিন দিনে পড়লো। দুর্গাপুর নগর নিগমের সামনে এদিন দুপুর ১টা নাগাদ অস্থায়ী সাফাই কর্মীদের সাথে আন্দোলনে সামিল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা সহ কংগ্রেস শ্রমিক সংগঠন নেতৃত্ব। ২৪০০ অস্থায়ী সাফাই কর্মী দুর্গাপুর পুর নিগমের সামনে সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থানে সামিল হন। অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, আসানসোল পুরসভার সাফাই কর্মীদের দৈনিক মজুরি ৩৪৭ টাকা হলেও দুর্গাপুর পুর নিগমের সাফাই কর্মীদের দৈনিক মজুরি ২০২ টাকা। মহিলা সাফাই কর্মীদের দিয়ে ভ্যান চালানো করানো হচ্ছে। পিএফের টাকা বকেয়া, চিকিৎসার জন্য প্রাপ্য ইএসআই পরিষেবা সহ নানান ভাবে বঞ্চিত করা হচ্ছে। দুর্গাপুর পুর নিগমের কাছে সেই দাবি জানানো হলেও দেওয়া হচ্ছে না কোন গুরুত্ব। তবে জানা গিয়েছে, পরে আইএনটিইউসি নেতৃত্বের সাথে আলোচনার পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেওয়া হয় পুরপ্রশাসক মন্ডলীর পক্ষ থেকে। সময় চেয়ে নেওয়া হয় আগামী ১০ আগস্ট পর্যন্ত্য। এরপরেই তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। তবে দ্রুত দাবি পূরণ করা না হলে লাগাতার চলবে এই সত্যাগ্রহ অনশন ও গন অবস্থান বলেও হুঁশিয়ারী দিয়ে রাখা হয় ওই অস্থায়ী সাফাই কর্মীদের পক্ষ থেকে।