স্বামীর মৃত্যুর দশ বছর অতিবাহিত, এখনো মেলেনি চাকরি, ধর্ণায় স্ত্রী
আমার কথা, অন্ডাল, ২৭ আগস্টঃ
চাকরিতে নিয়োগের দাবিতে খনির চাণকের উপর ধর্নাতে বসলেন মহিলা। কর্তৃপক্ষের আশ্বাসের পরে ধর্না প্রত্যাহার করেন চাকুরি প্রার্থী ওই মহিলা। ইসিএল এর কাজোরা এরিয়ার ইস্ট পরাশকোল কোরিয়ারির ঘটনা।
বেদনা মাঝির স্বামী লক্ষীরাম মাঝি কাজ করতেন ইসিএলের ইস্ট পরাশকোল কোলিয়ারিতে। বছর দশেক আগে তিনি মারা যান। সংস্থার নিয়ম অনুযায়ী চাকরিতে নিয়োগের দাবী জানান মৃত লক্ষীরাম মাঝির স্ত্রী বেদনা মাঝি। তিনি জানান স্বামীর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী সমস্ত কাগজপত্র জমা দিয়ে চাকরিতে নিয়োগের দাবি জানাই। কিন্তু দশ বছর পরেও এখনো নিয়োগ পত্র পাইনি। সেই কারণেই মঙ্গলবার ধর্নাতে বসেন বলে জানান তিনি। চাণক এর উপর ধর্নাতে বসার কারণে বন্ধ হয়ে যায় কোলিয়ারির উৎপাদন। ধর্না চলে সকাল আটটা থেকে ন’টা পর্যন্ত । ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়ায় কোলিয়ারি চত্বরে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তিনি ধর্ণা প্রত্যাহার করে নেন। তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি বেদনা মাঝির সমর্থনে পাশে দাঁড়ায়। সংগঠনের নেতা গৌতম মন্ডল জানান কর্তৃপক্ষ নিয়োগ পত্র দিতে এক সপ্তাহ সময় চেয়েছে।