লক্ষ্মীর ভান্ডার নিয়ে উত্তেজনা, তৃণমূল কর্মীর বাড়ি ঘেরাও
আমার কথা, অন্ডাল, ১৪ মেঃ
“যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের লক্ষীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে”, এক তৃণমূল কর্মীর এমন হুমকি দেওয়াকে ঘিরে ছড়া্লো উত্তেজনা। ওই কর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো মহিলারা। মদনপুর পঞ্চায়েতের ধান্ডাডিহি গ্রামের ঘটনা।
সোমবার ছিল আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। ভোট পর্ব শান্তি ভাবে মিটলেও মঙ্গলবার মদনপুর পঞ্চায়েতের ধান্ডাডিহি গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়ি ফিরে বিক্ষোভ দেখালো স্থানীয় বাউরী পাড়ার মহিলারা। মহিলাদের অভিযোগ এদিন সকালে তৃণমূল কর্মী গৌতম গড়াই তাদের বলে কারা কারা তৃণমূলকে ভোট দেয়নি তা জানা গেছে। যারা ভোট দেয়নি তাদের লক্ষীর ভান্ডার প্রকল্প এবার বন্ধ করে দেওয়া হবে। এই ঘটনায় মহিলাদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ। মহিলারা গৌতম গড়াই নামে ওই কর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়ায় উত্তেজনা। লক্ষীর ভান্ডার প্রকল্প রাজ্য সরকারের ওই তৃণমূল কর্মী তা বন্ধ করার কে? বিক্ষোভে এই প্রশ্ন তোলেন মহিলারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অভিযুক্ত তৃণমূল কর্মী গৌতম গড়াই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলে বিক্ষোভ শান্ত হয়। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় পাত্র বলেন লক্ষীর ভান্ডার প্রকল্প রাজ্য সরকারের। দলনেত্রী বারবার বলেছেন দলমত নির্বিশেষে সবাই পাবেন লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা। তাই কে কি বলল সেই গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি।