বিজেপির পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা পান্ডবেশ্বরে
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১১ফেব্রুয়ারীঃ
বিজেপির পোস্ট ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পান্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের নামু পাড়া এলাকায়। বিজেপি মহিলা মোর্চার এক নম্বর মন্ডল সভাপতি মামনি ধীবর জানান এলাকায় দলের পক্ষ থেকে ”আর নয় অন্যায়”- কর্মসূচির পোস্টার লাগানো হয়েছিল। বুধবার রাতে কেউ বা কারা সেই পোস্টার গুলি ছিঁড়ে দেয়। তৃণমূলের লোকজনেরাই এই কাজ করেছে বলে অভিযোগ করেন মামনি দেবীর। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।