বিনা স্বাস্থ্যপরীক্ষায় দুর্গাপুরে বেকারীতে ভিন জেলার শ্রমিকদের কাজে বহালের অভিযোগে উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩মেঃ
বেকারির কাজের জন্য ভিন জেলা থেকে শ্রমিক এনে তাদের স্বাস্থ্যপরীক্ষা না করেই কাজে যুক্ত করার অভিযোগে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের স্টেশন বাজার এলাকায়। প্রতিবাদে আজ রবিবার সকাল থেকে এলাকাবাসীরা বেকারীর ও দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।
এলাকাবাসীদের অভিযোগ, লকডাউনের জন্য এতদিন অল্পসংখ্যক শ্রমিক নিয়ে ওই বেকারীর মালিক কাজ করাচ্ছিলেন। কিন্তু দিন দুয়েক আগে বীরভূম ও মুর্শিদাবাদ থেকে ২১জন শ্রমিক এনে কাজ করাতে শুরু করেন। প্রসাস্নিক অনুমতিতে তিনি ওই শ্রমিকদের কাজে বহাল করলেও তাদের কোনো রকম স্বাস্থ্যপরীক্ষা করানো হয়নি। শুধু তাই নয়, এলাকাবাসীদের আরো অভিযোগ যে, ভিন জেলার ওই নতুন শ্রমিকরা সকাল হতেই বাইরে বেরিয়ে নানা জায়গায় ঘোরাঘুরি শুরু করে দিচ্ছে। এতে এলাকায় করোনা সংক্রমণ নিয়ে ভীতি তৈরী হয় এলাকাবাসীদের মধ্যে। এরপরেই এলাকাবাসীরা ওই বেকারীর দোকানের সামনে ধীরে ধীরে জমায়েত হতে শুরু করেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ। পুলিশের সামনে স্থানীয়রা জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির সদস্যের আসার দাবি জানাতে থাকে। এরপর খবর পেয়ে ৪নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায় ও ব্যবসায়ী সমিতির সদস্যরা এসে উপস্থিত হন। বেকারীর মালিকের সাথেও কথা বলেন তাঁরা। এরপর ওই ২১জন শ্রমিককে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তাদের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে ফের তাদের নিজেদের জেলায় ফেরত পাঠিয়ে দেওয়া হয় বলে জানান বোরো চেয়ারম্যান।