পান্ডবেশ্বরে বিজেপির সভাকে কেন্দ্র করে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে নামে কমব্যাট ফোর্স
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৬জানুয়ারীঃ
পাণ্ডবেস্বর থানার অন্তর্গত বিজেপির জামুড়িয়া দু নম্বর মণ্ডলের একটা সভা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার বিকালে ৪টা নাগাদ পান্ডবেস্বরের খোট্টাডিহির তপনপুর কলোনিতে আজ প্রথম বিজেপির কোন সভা অনুষ্ঠিত হল। এর আগে এই এলাকায় বিজেপি কোনো সভা করতে সক্ষম হয়নি সরকারি দলের প্রতাপের কারণে। আজ বিজেপি এলাকায় সভা করতে এলেই কিছু তৃণমূল কর্মী সমর্থক বাধার সৃষ্টি করতে উদ্যোগী হয় বলে অভিযোগ বিজেপির তরফে। আজকের এই সভার নেতৃত্ব দেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার যুব মোর্চার সভাপতি অরিজিৎ রায় ।
পরিস্থিতি উত্তেজনা পূর্ন হয়ে ওঠায় তৎপর পান্ডবেস্বর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাক্ট ফোর্স নামানো হয় এলাকায়। ফলে শেষে শান্তিপূর্ণ ভাবেই বিজেপির সভা শেষ হয়।