পান্ডবেশ্বরে শাসকদলের পোস্টার ছেঁড়ায় উত্তেজনা
- আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১ এপ্রিলঃ
শাসকদলের পোস্টার ছেড়া নিয়ে উত্তেজনা ছড়াল নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি স্টাফ কলোনি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েক দিন আগে কুমারডিহি স্টাফ কলোনি এলাকায় আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে পোস্টার লাগায় তৃণমূল কর্মীরা। শুক্রবার সকালে সেই পোস্টার গুলি ছিড়ে ফেলার ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়ায় উত্তেজনা। ঘটনাস্থলে ভিড় জমান শাসক দলের নেতাকর্মীরা। খবর পেয়ে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশও। তবে কে বা কারা পোস্টার গুলি ছিড়েছে তা পরিষ্কার নয়। বিরোধীদের কাজ বলে অভিযোগ তৃণমূলের । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।