লকডাউনের মাঝে লাউদোহায় উত্তেজনা, চোর সন্দেহে দুজনকে গণপিটুনি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৬এপ্রিলঃ
চোর সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে দুই সন্দেহভাজনকে তুলে দিলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত গোগলা গ্রাম পঞ্চায়েতের বনগ্রামে।
স্থানীয় সুত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার রাত ৯টা ৩০ নাগাদ গ্রামবাসীরা দেখতে পান ফাঁকা মাঠে আলো জ্বলছে। অত রাতে মাঠে কেন আলো জ্বলছে তা দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। এরপর স্থানীয়রা মাঠে উপস্থিত হলে কয়েকজন যুবক অবস্থা বেগতিক দেখে পালাতে চায়। এর মধ্যেই দুজনকে গ্রামবাসীরা ধরে ফেললেও আরো কয়েকজন জঙ্গলের দিকে পালিয়ে যায়। রাতের অন্ধকার থাকায় কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যায় তা গ্রামবাসীরা বুঝতে পারেননি। এরপরেই উত্তেজিত গ্রামবাসীরা ধৃতদের মারধর করতে শুরু করে। খবর পেয়ে ওই গ্রামে পৌঁছয় ফরিদপুর থানার পুলিশ। পুলিশের সামনেই চলতে থাকে গণপিটুনি। তবে পরে পুলিশ উত্তেজিত গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে ধৃতদের নিজেদের হেফাজতে নেয়।
গ্রামবাসীদের বক্তব্য যে, ধৃতরা ওই গ্রামে বাঁশ কাটতে এসেছিল বলে দাবি করছে, কিন্তু তা মানতে নারাজ গ্রামবাসীরা জানান যে, ধৃতরা ওই গ্রামের নয়। তাহলে এত রাতে কেন তারা বাঁশ কাটতে বেপাড়ায় আসে? তাই তারা মিথ্যে বলছে। তারা চুরিই করতে এসেছিল বলে গ্রামবাসীদের দাবি।