উখরায় ব্যাংকে ধর্মঘটীদের পতাকা খোলা নিয়ে উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১২ফেব্রুয়ারীঃ
বৃহস্পতিবার সকলের জন্য চাকরির দাবিতে বাম ও কংগ্রেসের যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানে পুলিশের ব্যাপক লাঠিচার্জ এর প্রতিবাদে শুক্রবার রাজ্যে বনধ পালন করেন বামেরা। অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা খনি অঞ্চলে বনধে পড়েছে মিশ্র প্রতিক্রিয়া। কয়লা খনি গুলিতে হাজিরা ও উৎপাদন স্বাভাবিক বলে খনি সূত্রে খবর। শুক্রবার উখরা বাজার এমনিতেই সাপ্তাহিক বন্ধ থাকে। তবে বনধে অন্ডাল, কাজোরা বাজারে খুব একটা প্রভাব পড়েনি। কিন্তু বনধ সমর্থনকারী সিপিএমের সাথে তৃণমূলের সমর্থকদের মধ্যে বচসা ঘিরে অশান্তি হয় হরিপুর বাজারে। বাজার বন্ধ ও খোলানোকে কেন্দ্র করে দুই দল সমর্থকদের মধ্যে বচসা থেকে চরম উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিপিএম নেতা তুফান মন্ডল জানান সকাল থেকে বনধের সমর্থনে হরিপুর বাজার বন্ধ ছিল। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে বনধে সাড়া দিয়েছে। কিন্তু বেলা বাড়ার একটু পর তৃণমূল সমর্থকরা বাজারে এসে জোর করে বাজারের দোকান খোলার চেষ্টা করে বলে অভিযোগ।
অন্যদিকে তৃণমূল নেতা গোপীনাথ নাগ বলেন সিপিএম কর্মীরা জোর করে দোকান বন্ধের চেষ্টা করছিল। ব্যবসায়ীরা আমাদের কাছে অভিযোগ জানান। আমাদের দলের কর্মীরা তাদের দোকান খুলতে সাহায্য করেছে। সিপিএম বন্ধের অজুহাতে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করেছিল। ব্যবসায়ীরা তা রুখে দিয়েছে বলে গোপীনাথ বাবু জানান। অন্যদিকে উখরায় বনধের সমর্থনে বাম কর্মীরা এলাকায় সবকটি ব্যাংকের দরজায় দলীয় পতাকা লাগিয়ে রাখে সকালবেলায়। খবর পেয়ে পুলিশ পতাকা খুলে দিলে ব্যাংক কর্মীরা কাজে যোগদান। তবে এই পতাকা খোলাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ও উখরা বাঁকোলা রোডে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখায়। পুলিশ পতাকা খুলেছে এই খবর পেয়ে সেখানে জড়ো হয় বাম কর্মীরা। তারা ফের ব্যাংক কর্মীদের বাইরে বের করে গেটে পতাকা লাগানোর চেষ্টা করে। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায়। এদিন দুপুর পর্যন্ত খনি এলাকায় বনধ ঘিরে বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে খবর।