পুজোর আগে বরখাস্ত ৪ নিরাপত্তারক্ষী, প্রতিবাদে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব কাঁকসায়
আমার কথা, কাঁকসা, ১১ অক্টোবর:
তৃণমূলের বিরুদ্ধে এবার ময়দানে তৃণমূল। কেউ দশ বছর কেউ বারো বছর কাজ করছে সংস্থায়। অথচ কোনো কারণ ছাড়াই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে চার নিরাপত্তারক্ষীকে, এরা সবাই তৃণমূল পরিবারের সদস্য, অথচ তাদেরকে বাদ দিয়ে অন্য লোক নেওয়া হয়েছে সংস্থায় বলে অভিযোগ। প্রতিবাদে আজ পরিবার নিয়ে দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে একটি বেসরকারি মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থার গেটের সামনে বিক্ষোভ বরখাস্ত হওয়া নিরাপত্তারক্ষী ও তাদের পরিবারের। দলের কাঁকসা ব্লক সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে সামিল আন্দোলনকারীরা। অভিযোগ, গোপালপুরের ভালুককোন্দা এলাকায় বেসরকারি ঐ গ্যাস উত্তোলনকারী সংস্থায় চার নিরাপত্তারক্ষী কর্মরত ছিলেন দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে,এরা সবাই তৃণমূল করে অথচ তাদেরকে বরখাস্ত করে ঐ ভালুককোন্দা অফিসে নতুন করে লোক নেওয়া হয়েছে। কেন এই অবিচার পুজোর আগে??? এই প্রশ্ন তুলে তৃণমূল সমর্থক এই পরিবার,গ্রামবাসীদেরকে সাথে নিয়ে সংস্থার গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন, ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ, কিন্তু পুলিশকে ঘিরে ধরেও ক্ষোভ প্রকাশ করতে থাকে আন্দোলনকারীরা। কর্তৃপক্ষর সাথেও চলে বচসা। প্রায় ঘন্টা খানেক ধরে বিক্ষোভ চলার পর সমস্যা মেটানোর আশ্বাস মেলার পর ওঠে বিক্ষোভ। তবে আগামীদিনে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারী দিয়ে রেখেছে আন্দোলনকারীরা। তবে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল এবার রাস্তায় নামাতে এবার বেশ বিড়ম্বনায় পড়েছে শাসক দল, অভিযোগ অস্বীকার করেছে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্য, আর এটিকে ইস্যু করে সুর চড়িয়েচ্ছে বিরোধীরা। সব মিলিয়ে গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুরের কাঁকসা গোপালপুর এলাকায়।