ডিএসপি টাউনশিপে ভয়াবহ অগ্মিকান্ড
admin
October 14, 2023
আমার কথা, দুর্গাপুর, ১৪ অক্টোবর:
দুর্গাপুর ইস্পাত নগরীর বিজনের মহিষ্কাপুর রোডের ২এ/৩০ সুমন্ত মুখার্জির বাড়িতে ভয়াবহ আগুন। প্রায় ঘন্টা দুই একের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দুটি ইঞ্জিন। আগুন লাগার পরে ই সুমন্ত বাবু ও তার ছেলে ঘর থেকে বেরিয়ে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান করছে দমকল বিভাগ। আগুনের জেরে ক্ষয় ক্ষতির পরিমান কতটা তা এখনো জানা যায়নি। তবে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা।