দুর্গাপুরে ফিলিপস কার্বন কারখানা সংলগ্ন জমিতে ভয়াবহ আগুন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১এপ্রিলঃ
দুর্গাপুরে দুটি কারখানার মধ্যমর্তী ফাঁকা জায়গায় আবর্জনার স্তূপে আগুন লেগে তা ভয়াবহ আকার নেয় যার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার স্থানীয়রা লক্ষ্য করেন দুর্গাপুরের ফিলিপস কার্বন কারখানা ও তার পাশেই একটি বেসরকারী কারখানার মাঝে ফাঁকা জায়গায় যেখানে আবর্জনা জমে জমে স্তূপ হয়ে রয়েছে সেখানে আগুন লেগেছে। নিমেষেই সেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুউর করে। তরিঘড়ি ফিলিপস কার্বন কারখানার কর্মীরা কারখানার নিজস্ব পাইপলাইনের সাহায্যে আগুন নেভাতে উদ্যত হন, কিন্তু আগুনের মাত্রা এতটাই ছিল যে বাধ্য হয়ে দমকল বিভাগে খবর দিতে হয়। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনে। তবে কিভাবে এই আগুন লাগল তা জানা যায়নি।