ঠাকুরবাড়িকে ভোট ব্যাংক হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না, দুর্গাপুরে ভোট বয়কটের ডাক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮নভেম্বরঃ
ভোটের বৈতরনী পার করতে রাজনৈতিক দলগুলি বরাবর ঠাকুরবাড়িকে ব্যবহার করে এসেছে। তাই আর তাঁরা প্রবঞ্চনার শিকার হতে চান না, আর প্রয়োজনে রাজনৈতিক নেতা নেত্রীদের শিক্ষা দিতে ভোট বয়কটের দাক দেওয়া হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনধিদের পক্ষ থেকে।
রাত পেরোলেই শিল্পাঞ্চল দুর্গাপুরে সছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আর তার ঠিক আগের দিন অর্থাৎ সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকে সেখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সম্পাদক সুভাষ গোঁসাই নিজেদের অবস্থানের কথা পরিষ্কার ভাবে জানিয়ে দেন।
সুভাষবাবুর অভিযোগ, ঠাকুরবাড়িকে রাজনীতির রঙ্গমঞ্চে পরিণত করে ফেলেছে রাজনৈতিক দলগুলি, আর মতুয়ারা না পাচ্ছে জমির পাট্টা,না পাচ্ছে অন্য কোনো সুযোগ সুবিধা, আর প্রতিবারই তারা রাজনৈতিক দাদাদের মিথ্যে প্রতিশ্রুতির শিকার হন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক সুভাষ গোসাঁই বলেন, মতুয়াদের সার্টিফিকেট পেতে সরলীকরণের বদলে সরকারী আধিকারিকরা জটিলতা তৈরী করে তাদের হেনস্থা করে, আর বাকি যে সুযোগ সুবিধা তাদের জন্য ঘোষণা করা হয়েছিল সবটাই রয়ে গেছে স্রেফ কথার কথাতে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার বার্তা দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সভাপতি সুভাষ গোঁসাই, আর সেটাও যদি না হয় তাহলে দাবী আদায়ে নিজেদের ভোট বয়কটের সিদ্ধান্তে তারা অনড় থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন।