পানাগড়ে বাইপাসের ধারে গজিয়ে ওঠা অবৈধ দোকান ভাঙ্গল প্রশাসন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুলাইঃ
পানাগড়ে ২নং জাতীয় সড়কের ধারে জবরদখল উচ্ছেদ অভিযান চালালো কাঁকসা থানার পুলিশ। কলকাতামুখী জাতীয় সড়কের বাইপাসের ধারে বেশ কয়েকটি দোকান ঘর আজ সোমবার ভেঙ্গে দেয় পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে যে, পানাগড়ে বাইপাসের ধারে রাতারাতি প্রায় ২৫টির মতো দোকান ঘর তৈরী হয়। এই দোকান গুলির জন্য প্রায় সময়ই দুর্ঘটনা ঘটেছে। শুধু তাই নয় অস্থায়ী এই দোকানগুলির কারনে যানজটেরও সৃষ্টি হচ্ছে। সুত্রের খবর রাতের বেলায় ওই সব দোকানগুলিতে গাঁজা ও মদের ঠেকও বসত। বিষয়টি জানার পরে নড়েচড়ে বসে প্রশাসন। এরপর আজ জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও কাঁকসা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয় দোকানগুলি। সাথে বেশ কয়েকজনকে আটকও করে।