একাধিক দুর্ঘটনায় নড়ে বসল প্রশাসন, পান্ডবেশ্বরে পুলিশী অভিযানে বহু গাড়িকে ফাইন
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৩ ফেব্রুয়ারীঃ
৬০- নম্বর জাতীয় সড়কে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি মোড়ে সম্প্রতিককালে ঘটেছে একাধিক দুর্ঘটনা । ২৩-শে জানুয়ারি বীরভূমের দুবরাজপুর থেকে বিয়ে বাড়ি সেরে ফেরার পথে এই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে একটি চার চাকার গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের চার জনের । গত ২৮-শে জানুয়ারি একই জায়গায় সকাল ও দুপুরের দুটি দুর্ঘটনায় আহত হন এক মহিলা সহ দুজন । সেদিন দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে ঘটনাস্থলে । রাস্তা অবরোধ, বিক্ষোভ এর পাশাপাশি একাধিক কয়লা বোঝাই ডাম্পারে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা । ক্ষিপ্ত জনতাকে সামাল দিতে সেদিন হিমশিম খায় পুলিশ । স্থানীয়দের অভিযোগ ওভারলোডিং গাড়ি চলাচলের ফলে সড়কে ঘটছে বারবার দুর্ঘটনা । অবশেষে দুর্ঘটনায় রাশ টানতে তৎপর হলো পুলিশ প্রশাসন । বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর থানা ও অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশ সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত নজরদারি চালায় । সড়ক দিয়ে যাবার সময় ওভারলোড ও বৈধ কাগজ না থাকার কারণে এগারো’টা গাড়িকে এদিন ফাইন করা হয় ।