অন্ডালে দেশি মদের ঠেক ভাঙ্গল আবগারী দপ্তর
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৬এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমন রোধে দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে একদিকে মানুষজন গৃহবন্দী দশা কাটাচ্ছেন তেমনি সাধারন মানুষের সুরক্ষা বজায় রাখতে অত্যাবশ্যকীয় দ্রব্য ছাড়া বাকি সমস্ত কিছুর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আর এই নির্দেশিকার আওতায় রয়েছে দেশি কিংবা বিদেশি যেকোনো ধরনের মদের দোকান। অভিযোগ উঠছে কতিপয় অসাধু ব্যবসায়ী সেই সুযোগকে কাজে লাগিয়ে আড়ালে আবডালে দ্বিগুণ তিনগুন দামে বিক্রি করছে। আবার বেশি দামের কারনে মদের বিকল্প হিসেবে বাড়িতে তৈরী দেশি মদ ও মদের ঠেকগুলিতে ভিড় জমাচ্ছে মদপ্রেমি গ্রাহকরা। বেশ কিছুদিন ধরেই অন্ডালের শকরা গ্রামে একটি দেশি মদের ঠেক রমরমিয়ে চলছে, আর সেই খবর আবগারী দপ্তরের কাছে পৌঁছতে অন্ডাল শাখার আধিকারিক অভিষেক ঘোষের তত্বাবধানে একটি দল পৌঁছয় ওই গ্রামে। বাজেয়াপ্ত করা হয় ১৬০ লিতার তাড়ি।
আধিকারিক অভিষেক ঘোষ জানান, লকডাউনের কারনে সরকারি অনুমোদিত সমস্ত মদের দোকান বন্ধ রয়েছে। এই সুযোগকে কাজে লাগাচ্ছে তাড়ি ব্যবসায়ীরা। এরা তাল গাছের রসের সাথে বিভিন্ন ধরনের নেশার ওষুধ ও মেলায়। যা পান করা অত্যন্ত বিপজ্জনক। এলাকায় অবৈধ নেশার কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে বলেও জানান অভিষেকবাবু।