অন্ডাল বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে উড়ল বেঙ্গালুরুর বিমান
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৬ফেব্রুয়ারীঃ
অবশেষে বহু প্রতীক্ষার অবসান। অন্ডাল বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে বিমান উড়ে গেল বেঙ্গালুরুতে। সকাল ৯টা ৪০ মিনিটে বেঙ্গালুরুর উদ্দ্যেশ্যে পাড়ি দেয় বিমানটি। অবশ্য সকাল ৯টা ৪০ এর এই বিমানটি বেঙ্গালুরু থেকে যাত্রী নিয়ে সকাল ৯টায় অবতরন করে অন্ডাল বিমানবন্দরে। সেই বিমানই আবার যাত্রী নিয়ে ফিরে যায় বেঙ্গালুরুতে।
প্রপ্সঙ্গতঃ কর্মক্ষেত্রে হোক কিংবা চিকিৎসাজনিত কারণ, দুর্গাপুরবাসীর বেঙ্গালুরু যাত্রা খুব একটা সুখময় ছিল না, ছিল যথেষ্ট সময়সাপেক্ষ। তাই দুর্গাপুরবাসীদের বহুদিনের আক্ষেপ ছিল অন্ডাল-বেঙ্গালুরু সংযোগকারী বিমানের।
তাই যাত্রীদের অনুরোধ এবং দাবিকে মান্যতা দিয়েই, শুরু হলো অন্ডাল-বেঙ্গালুরু সংযোগকারী বিমান পরিষেবা।
এতদিন অন্ডাল বিমানবন্দর থেকে চেন্নাই, মুম্বাই ও দিল্লি যাওয়ার বিমান পরিষেবা পাওয়া যেতো। এবার তার সাথে জুরল ব্যাঙ্গালুরু, যার মূল উদ্দেশ্য দক্ষিণবঙ্গের বানিজ্যিক প্রসার বাড়ানো।