কয়েক লক্ষ টাকার ঋণ, পরিশোধ না করায় বাড়ি সিল করলো ব্যাংক
আমার কথা, কাঁকসা, ২৭ আগস্টঃ
প্রায় ৩০ লক্ষ টাকা ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ না করার কারণে কাঁকসার মনোজপল্লীতে এক ব্যক্তির বাড়ির দখল নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকাল চারটা নাগাদ গোটা বাড়ি সিল করে বাড়ির দখল নেওয়ার নোটিশ সাঁটিয়ে দেওয়া হয় বাড়ির দেওয়ালে। ব্যাংকের আধিকারিকরা জানিয়েছেন গত প্রায় পাঁচ বছর আগে বাড়ির মালিক রামকৃষ্ণ বসু একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে প্রায় ৮০ লক্ষ টাকা লোন নিয়েছিলেন। সেই লোন প্রায় ৩০ লক্ষ টাকা বকেয়া থাকার পর। বিভিন্নভাবে বাড়ির মালিককে ঋণ শোধ করার জন্য নানান সুযোগ দেওয়া হলেও সর্বশেষ সুযোগ তিনি হারিয়ে দিয়েছেন। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন ব্যাংক কর্তৃপক্ষ। সেইমতো কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ গোটা বাড়ি দখল নেয় ওই ব্যাংকের আধিকারিকরা।