কাঁকসায় লরির ধাক্কায় জখম বাইক আরোহী
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৪আগস্টঃ
পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর এলাকায়। আহত বাইক আরোহীর নাম বুধন রুইদাস। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা ওই বাইক আরোহী বলে পুলিশ সুত্রে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শীদের মতে আজ মঙ্গলবার সন্ধ্যে নাগাদ পানাগড় রাজ্য সড়কে বুধন রুইদাসের বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘাতক লরিটির। পাথর বোঝাই লরিটি ইলামবাজার থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল। ওই এলাকায়র রাস্তা খারাপ থাকায় লরিচালক নিয়ন্ত্রণ হারায়। সেই সময় বাইকে করে বাড়ি ফিরছিলেন বুধন রুইদাস। নিয়ন্ত্রণ হারালে লরির সাথে ধাক্কা লাগে বাইকের। জখম হন বুধন। উল্টে যায় লরিটিও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। আনা হয় ক্রেন।আহত ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া লরিটিকে সোজা করা হয়। ঘটনার জেরে বেশ কিছু সময়ের জ্য যান চলাচল ব্যাহত হয় ওই রাজ্য সড়কে। লরিটি ও বাইকটিকে সরিয়ে নিয়ে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।