তৃণমূল সাংসদের বিরুদ্ধে অন্ডাল থানায় অভিযোগ দায়ের বিজেপির
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৬ জুলাইঃ
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের হিন্দু দেবী কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। তাঁর এই বিতর্কিত মন্তব্যের নিন্দা করে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি৷ আজ বুধবার অন্ডাল থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে৷ বিজেপি নেতা জিতেন চ্যাটার্জির নেতৃত্বে এদিন অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা।
বিজেপি নেতা জিতেন চ্যাটার্জী বলেন, “মহুয়া মৈত্র একজন সাংসদ হয়ে এই ধরনের মন্তব্য করলেন কি করে। বাংলায় থেকে হিন্দুদের ভক্তি, বিশ্বাস, আবেগকে তিনি আঘাত করেছেন। বাংলার মানুষ এটাকে কোনো মতেই মেনে নেবে না। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে সাংসদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছি”।