লাউদোহায় তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৬মার্চঃ
এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে লাউদোহা থানার গোগলা গ্রাম পঞ্চায়েতের লস্করবাঁধ এলাকায়। তৃণমূলের অভিযোগ এদিন এলাকায় তৃণমূলের একটি নির্বাচনী সভা ছিল। সেজন্য এলাকায় লাগানো হচ্ছিল দলের পতাকা। দুপুরবেলায় কয়েকজন বিজেপি কর্মী এসে এলাকার তৃণমূল কর্মী কমলাকান্ত মন্ডলকে পতাকাগুলি খুলে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। এরপরই তারা কমলাকান্তের বাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে হামলা চালায়। কমলাকান্ত সহ তার বাড়ির অন্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল নেতা কাঞ্চন দাসের। পল্টু বাগদি, নয়ন দাস, উজ্জ্বল দাস নামে অভিযুক্ত তিন বিজেপি কর্মী যে বাইকটি করে এসেছিল সেই বাইকটি আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা।