বিজেপি বাংলার দখল নিতে চাইছে কিন্তু করোনাকালে অক্সিজেন বাইরে নিয়ে চলে যাচ্ছেঃ মমতা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩এপ্রিলঃ
“নির্বাচন কমিশনকে বারংবার জানালেও কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে যে হারে এখানে করোনার ভাইরাস ছড়িয়ে দিয়ে গেছে তাতে পরিস্থিতি ভয়ানক হতে চলেছে। অক্সিজেন নেই, ভ্যাকসিন নেই অথচ বিজেপি টাকা হোস পাইপের মতো ছড়িয়েছে। এগুলো প্রশাসনের কড়া হাতে দমন করা উচিত ছিল। কিন্তু বিজেপি কমিশনকে দিয়ে নিজেদের ইচ্ছে মতো প্রশাসনকে সাজিয়ে নিয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করে জেলাশাসক বদলে দিয়েছে। আর যাদের দায়িত্ব দিয়েছে তারা বিজেপির হয়ে কাজ করছে, সাধারন মানুষের স্বার্থ দেখছে না, এটা অন্যায়।” এভাবেই কেন্দ্র সরকার তথা বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার অর্থাৎ ২৩ এপ্রিল সপ্তম দফা নির্বাচনের শেষদিনের প্রচার। পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রের প্রার্থীদের সাথে নিয়ে এদিন দুর্গাপুরে একটি ভার্চুয়াল বৈঠক করেন তিনি।
এদিন তিনি রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে বিঁধে বলেন বিজেপি রাজ্যগুলোকে বেছে বেছে ‘সেইল’এর অক্সিজেন সরবরাহ করছে। ভোটের সময় বাংলা দখলের কথা বলছে বিজেপি অথচ বিপদের সময় বাংলার মানুষের পাশে না দাঁড়িয়ে বাংলা থেকে অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন বাংলার সাথে দুয়োরানীর মতো ব্যবহার করছে কেন্দ্র। তবে তিনি রাজ্যবাসীকে আস্বস্ত করে বলেন রাজ্য অক্সিজেনের বিকল্প ব্যবস্থা করে রাখছে।
এদিন তিনি পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রের প্রার্থীদের সাথে পরিচয়ও করিয়ে দেন।