একাধিক অভিযোগে বিজেপির থানা ঘেরাও কর্মসূচী খনি অঞ্চলেও
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২নভেম্বরঃ
কর্মীদের উপর অত্যাচার, মিথ্যা মামলায় ফাঁসানো, রাজ্যজুড়ে অরাজকতা সহ একাধিক অভিযোগে সোমবার রাজ্যজুড়ে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপির কর্মী-সমর্থকেরা। তারই অঙ্গ হিসাবে খনি অঞ্চলের অন্ডাল, পান্ডেবেশ্বর, লাউদোহা থানাতেও হয় ঘেরাও কর্মসূচি। পাণ্ডবেশ্বরে ১০টায় অন্ডালে ১১টা আর লাউদোহা থানায় এই কর্মসূচি হয় বেলা ৩টে নাগাদ। সবকটি কর্মসূচিতেই মিছিল করে থানার সামনে আসেন বিজেপি কর্মী সমর্থকরা।
বিক্ষোভে অংশ নেওয়া দলের নেতাদের অভিযোগ, রাজ্যজুড়ে বিজেপির কর্মী সমর্থকদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে শাসকদল, পুলিশ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাদের। মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না। মিটিং-মিছিল করলেই শাসক দলের নেতৃত্বে হামলা চালানো হচ্ছে। রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। পুলিশ পরিণত হয়েছে দলদাসে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তাদের।
বিক্ষোভ শেষে থানার আধিকারিকদের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় দলের পক্ষ থেকে। তবে সবকটি থানাতেই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অশান্তি এড়াতে প্রতিটি থানাতেই ছিল পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা।