দুর্গাপুর স্টেশনের কাছে দুর্ঘটনা থেকে বাঁচলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩ নভেম্বরঃ
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আজ অর্থাৎ সোমবার সন্ধ্যেবেলা নির্দিষ্ট সময় অনুযায়ী ট্রেনটি দুর্গাপুর স্টেশন ছেড়ে প্রায় এক কিলোমিটার যাওয়ার পরেই আচমকাই
ঝাঁকুনি দিয়ে দাঁড়িয় যায় এই ট্রেনটি। এভাবে হঠাৎ ট্রেনটি দাঁড়িয়ে পড়াতে শোরগোল পড়ে যায় যাত্রীদের মধ্যে। যাত্রীদের অভিযোগ প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে গেলেও রেলের তরফে যাত্রীদের উদ্দেশ্যে কোনো ঘোষণা করা হয়নি। ফলে যাত্রীরা অধৈর্য হয়ে যখন কারন খুঁজতে থাকেন। ট্রেনের চালক এবং গার্ড ও সাধারণ যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখেন রেল লাইনের একটি লাইনে ফাটল রয়েছে।। সেই ফাটলের উপরেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। বিষয়টি জানতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ লাইনে ফাটলের বিষয়টি রেলের কাছে আগে কেন ধরা পরেনি? লাইনচ্যূত হয়ে কোনো বড় দুর্ঘটনাও ঘটে যাতে পারত এদিন।
এদিকে, হাওড়া গ্রামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস লাইনের উপর দাঁড়িয়ে থাকার ফলে হাওড়া গামী মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। যদিও রেল দপ্তরের কোন আধিকারিক এই বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি।