দুর্গাপুর ইস্পাত নগরীতে চালু অবস্থায় দাঁড়িয়ে থাকা ট্রাকের থেকে মৃত চালকের দেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪সেপ্টেম্বরঃ
চালু অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের থেকে চালকের মৃতদেহ উদ্ধার হল দুর্গাপুরে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত নগরীর এ জনের কনিষ্ক মোড়ে সিমেন্ট বোঝাই এই ট্রাকটি পেছন দিকে ঘোরাতে গিয়ে দাঁড়িয়ে যায় ট্রাকটি, কিন্তু ট্রাকটি চালু অবস্থাতেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় এলাকাবাসীদের সন্দেহ হয়। তাঁরা চালককে ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় পুলিসকে খবর দেয়। এরপর দুর্গাপুর থানার পুলিশ গিয়ে ওই ট্রাক চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে জানান।
পুলিশ সুত্রে জানা গেছে মৃত ওই ট্রাক চালকের নাম ত্রিলোকি রায়(৩৮), যিনি দুর্গাপুরের স্টেশন সংলগ্ন রেলগেট বস্তির বাসিন্দা ছিলেন।