দুর্গাপুরে মেন হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার ডিএসপি কর্মীর মৃতদেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০এপ্রিলঃ
দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার হল ওই কারখানারই এক কর্মীর যিনি দিন কয়েক ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি ছিলেন হাসপাতালেই। মৃত ব্যাক্তির নাম সুপ্রদীপ বন্দোপাধ্যায়(৫১)। ওই ব্যাক্তি স্টিল টাউনশিপের এ জোনের কনিষ্ক রোডের বাসিন্দা ছিলেন।
মৃত ওই কর্মীর পরিবার সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার ফায়ার বিভাগে কাজ করতেন সুপ্রদীপবাবু। গত শনিবার পেটে ব্যাথার দরুন মেন হাসপাতালে ভর্তি হন। সার্জিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন তিনি। সোমবার সকালে সুপ্রদীপবাবুর পরিবারের কাছে হাসপাতাল থেকে ফোন যায়। বলা হয় সুপ্রদীপবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর শুনেই সুপ্রদীপবাবুর পরিবার তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছোন। চতুর্দিকে খোঁজাখুঁজির পরে সেশে সার্জিক্যাল ডিপার্টমেন্টের আইসোলেশন রুমের শৌচালয়ের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এরপর তাঁকে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে জানান। চিকিৎসকের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুপ্রদীপবাবুর।