দুর্গাপুরে দিদিকে মাথা থেঁতলে খুন করল ভাই
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮ জুলাইঃ
সম্পত্তিগত বিবাদের জেরে নিজের দিদিকে ইট দিয়ে থেঁতলে খুন করল ভাই।দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অধীন স্টিল পার্কের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। মৃতের নাম নুপুর ঘোষ চ্যাটার্জী(৪৬) বলে জানা গেছে। নুপূরদেবী হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ভোটের আগে দুর্গাপুরে স্টিল পার্কে দাদার বাড়ীতে এসেছিলেন,আর এরপর থেকেই দীর্ঘদিনের সম্পত্তিগত বিবাদ ফের মাথা চাড়া দেয়,যার যবনিকা পড়ে রবিবার দুপুরে।
জানা গিয়েছে, এইদিন দু এক কথা হতে হতে ভাই বোনের মধ্যে ঝগড়া চরমে ওঠে। এরপর নুপুর দেবী বাড়ীর ছাদে উঠলে ঠিক সেইসময় ভাই মলয় চ্যাটার্জী বাড়ীর ছাদে উঠে দিদিকে চেপে ধরে মাথায় ইটের আঘাত করতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুপুরদেবীর। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অভিযুক্ত মলয় চ্যাটার্জীকে গ্রেপ্তার করে।প্রসঙ্গতঃ মলয় চ্যাটার্জী দুর্গাপুরেরই এক বেসরকারী কলেজের কর্মী। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত স্টিল পার্ক এলাকায়।