“কয়লা মাফিয়া”কে সাথে নিয়ে “কয়লা পাচার” রোখার ডাক “কয়লা মন্ত্রী”র?
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ নভেম্বরঃ
রাজ্যে বে-আইনি কয়লা পাচার রুখতে রাজ্য সরকারের সাহায্য চাই এমনটাই বার্তা দিয়ে গেলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশি তাও কিনা একদা কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খাঁকে সাথে নিয়ে? আর এই ছবি নিমেষে ভাইরাল হয়েছে। কিন্তু তাতে কি? বর্তমানে বিজেপি দলটিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করতে ছাড়ছে না অন্যান্য রাজনৈতিক দলগুলি। তাই ২০২১ সালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পরেই জয়দেব খাঁয়ের গা থেকে “কয়লা মাফিয়া” তকমাটি মুছে গিয়ে বর্তমানে একজন বিজেপি নেতা বলে পরিচিত এমনটাই কটাক্ষ করছে রাজনৈতিক মহল। ফলে স্বভাবতই কয়লা মন্ত্রী কয়লা মাফিয়াকে পাশে নিয়ে বেআইনি কয়লা পাচার আটকানোর বার্তা দেওয়াটাকে খুব একটা দোষের বলে মনে করছে না সমালোচকের দল।
প্রসঙ্গতঃ দুদিনের ঝটিকা সফরে বুধবার রাজ্যে আসেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশি। নামেন অন্ডাল বিমানবন্দরে। রাত্রিবাস করেন দুর্গাপুরে সিটিসেন্টারে একটি বেসরকারী হোটেলে। সেখানেই মন্ত্রীর সাথে দেখা যায় বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের পাশাপাশি জয়দেব খাঁকে। আর সেই ছবি প্রথমে ভাইরাল হয় শিল্পাঞ্চল দুর্গাপুরে। পরে বিষয়টি নিয়ে ট্যুইট করে সমালোচনাও করেন খোদ অভিষেক বন্দোপাধ্যায়। তবে এই প্রথম নয়, এর আগেও বিজেপির বহু নেতা মন্ত্রীর সাথে এক ফ্রেমে দেখা গেছে জয়দেব খাঁকে। যা নিয়ে বহু সমালোচনাত ঝড় উঠেছিল। আজ ফের এক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে তাকে দেখা যাওয়ায় সেই বিতর্কে ঘৃতাহুতি হল।